প্রশ্ন ৪০ : দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের ধর্ম আলোচনা কর।
অথবা, দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি আলোচনা কর।
উত্তর : দ্বিতীয় পর্যায়ের মৌলের অক্সাইডসমূহ – Li2O, BeO, B2O3, CO, CO2, N2O, NO, N2O3, NO2, N2O5, F2O
উপরোক্ত অক্সাইডের মধ্যে Li2O মৃদু ক্ষারধর্মী, BeO ও B2O3 উভধর্মী। অন্যান্য অক্সাইডগুলো অম্লধর্মী এবং বাম থেকে ডানে এদের অম্লধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। Li2O পানির সাথে বিক্রিয়া করে মৃদু ক্ষার LiOH উৎপন্ন করে।
Li2O + H2O → 2LiOH
BeO পানির সাথে বিক্রিয়া করে না। এটি অম্ল ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অর্থাৎ BeO উভধর্মী অক্সাইড।
BeO এর ক্ষারধর্ম:
BeO + 2HCl → BeCl2 + H2O
BeO এর অম্লধর্ম:
BeO + 2NaOH → Na2BeO2 + 3H2O
(সোডিয়াম বেরিলয়েট)
B2O3 অম্ল ও ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অর্থাৎ B2O3 উভধর্মী অক্সাইড।
B2O3 এর ক্ষারধর্ম: B2O3 + 6HCl → 2BCl3 + 3H2O
B2O3 এর অম্লধর্ম: B2O3 + 6NaOH → 2Na3BO3 + 3H2O
(সোডিয়াম বোরেট)
CO নিরপেক্ষ কিন্তু CO2 ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।অর্থাৎ CO2 অম্লধর্মী।
CO2 + NaOH → Na2CO3 + H2O
নাইট্রোজেনের অক্সাইডসমূহ (N2O, NO, N2O3, NO2, N2O5) এর মধ্যে N2O, NO নিরপেক্ষ কিন্তু N2O3, NO2, N2O5 ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করায় এরা অম্লধর্মী।
N2O3 + 2NaOH → 2NaNO2 + H2O
সোডিয়াম নাইট্রাইট
2NO2 + 2NaOH → NaNO2 + NaNO3 + H2O
N2O5 + 2NaOH → 2NaNO3 + H2O
অক্সিজেন ডাই ফ্লোরাইড (OF2) পানির সাথে বিক্রিয়া করে HF ও O2 পানি উৎপন্ন করে। সুতরাং OF2 অম্লধর্মী।
OF2 + H2O → HF + O2
উপরোক্ত মৌলসমূহের অক্সাইডের ধর্ম হতে বলা যায়, একই পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায়, ততই মৌলসমূহের ক্ষার ধর্ম হ্রাস পায় এবং অম্ল ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
প্রশ্ন ৪১ : তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের ধর্ম আলোচনা কর।
অথবা, তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি আলোচনা কর।
উত্তর : তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডসমূহ – Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, SO2, SO3, Cl2O7
উপরোক্ত অক্সাইডের মধ্যে Na2O তীব্র ক্ষারধর্মী, MgO ক্ষারক এবং Al2O3 উভধর্মী। অন্যান্য অক্সাইডগুলো অম্লধর্মী এবং বাম থেকে ডানে এদের অম্লধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
Na2O পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার NaOH উৎপন্ন করে।
Na2O + H2O → 2 NaOH
MgO পানির সাথে বিক্রিয়া করে না। এটি অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
MgO + 2HCl → MgCl2 + H2O
Al2O3 পানির সাথে বিক্রিয়া করে না। এটি অম্ল ও ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।অর্থাৎ Al2O3উভধর্মী।
Al2O3 এর ক্ষারধর্ম: Al2O3 + 6HCl → 2AlCl3 + 3H2O
Al2O3 এর অম্লধর্ম: Al2O3 + 2NaOH → 2NaAlO2 + H2O
(সোডিয়াম অ্যালুমিনেট)
সিলিকন ডাই অক্সাইড (SiO2) পানি সাথে বিক্রিয়া করে না। এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অর্থাৎ SiO2 অম্লধর্মী।
SiO2 + NaOH → Na2SiO3 + H2O
(সোডিয়াম সিলিকেট)
ফসফরাস পেন্টা অক্সাইড (P2O5) পানির সাথে বিক্রিয়া করে অর্থো ফসফরিক এসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং P2O5 অম্লধর্মী।
P2O5 + 3H2O → 2H3PO4
অর্থো ফসফরিক এসিড
P2O5 + 4NaOH → 2Na2HPO4 + H2O
( ডাই সোডিয়াম হাইড্রোজেন ফসফেট)
সালফার ডাই অক্সাইড (SO2) পানির সাথে বিক্রিয়া করে H2SO3 উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং SO2 অম্লধর্মী অক্সাইড।
SO2 + H2O → H2SO3 (সালফিউরাস এসিড)
SO2 + 2NaOH → Na2SO3 + H2O
সালফার ট্রাই অক্সাইড (SO3) পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং SO3 অম্লধর্মী অক্সাইড।
SO3 + H2O → H2SO4
SO3 + 2NaOH → Na2SO4 + H2O
ডাই ক্লোরিন হেপ্টা অক্সাইড (Cl2O7) পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী পারক্লোরিক এসিড (HClO4) উৎপন্ন করে এবং
ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং Cl2O7 অম্লধর্মী।
Cl2O7 + H2O → 2HClO4
Cl2O7 + 2NaOH → 2NaClO4 + H2O
সোডিয়াম পারক্লোরেট
উপরোক্ত মৌলসমূহের অক্সাইডের ধর্ম হতে বলা যায়, একই পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায়, ততই মৌলসমূহের ক্ষার ধর্ম হ্রাস পায় এবং অম্ল ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
প্রশ্ন: উভধর্মী অক্সাইড কী? নিম্নের যৌগগুলো একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা কর।
i. SnO
ii. SnO2
iii. PbO
iv. PbO2
v. Al2O3 [দি.বো-২১;ঢা.সি.য.দি.বো-১৮]
উত্তর: উভধর্মী অক্সাইড: যে সকল অক্সাইড আলাদাভাবে এসিড ও ক্ষারক এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।
(i) SnO উভধর্মী অক্সাইড: SnO একটি উভধর্মী অক্সাইড কারণ, এটি HCl ও NaOH এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে স্ট্যানাস ক্লোরাইড (SnCl2), সোডিয়াম স্ট্যানাইট [NaSn(OH)3] ও পানি উৎপন্ন করে।
SnO + 2HCl → SnCl2 + H2O
SnO + NaOH → NaSn(OH)3+ H2O
(ii) SnO2 উভধর্মী অক্সাইড: SnO2 একটি উভধর্মী অক্সাইড কারণ, এটি HCl ও NaOH এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে স্ট্যানিক ক্লোরাইড (SnCl4), সোডিয়াম স্ট্যানেট (Na2SnO3) ও পানি উৎপন্ন করে।
SnO2 + 4HCl → SnCl4 + 2H2O
SnO2 + 2NaOH → Na2SnO3 + H2O
(iii) PbO উভধর্মী অক্সাইড: PbO একটি উভধর্মী অক্সাইড কারণ, এটি HCl ও NaOH এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে লেড ক্লোরাইড (PbCl2), সোডিয়াম প্লাম্বাইট (Na2PbO2) ও পানি উৎপন্ন করে।
PbO + 2HCl → PbCl2 + H2O
PbO + 2NaOH→ Na2PbO2 + H2O
(iv) PbO2 উভধর্মী অক্সাইড: PbO2 একটি উভধর্মী অক্সাইড কারণ, এটি HCl ও NaOH এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে লেড টেট্রাক্লোরাইড (PbCl4), সোডিয়াম প্লাম্বেট (Na2PbO3) ও পানি উৎপন্ন করে।
PbO2 + 4HCl → PbCl4 + 2H2O
PbO2 + 2NaOH → Na2PbO3 + H2O
(v) Al2O3 উভধর্মী অক্সাইড: Al2O3 একটি উভধর্মী অক্সাইড কারণ, এটি HCl ও NaOH এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যালুমিনেট ও পানি উৎপন্ন করে।
Al2O3 + 6HCl → 2AlCl3 + 3H2O
Al2O3 + 2NaOH → 2NaAlO2 + H2O
প্রশ্ন: P2O5 অম্লধর্মী অক্সাইড ও একটি নিরুদক তা প্রমানের জন্য বিক্রিয়া সমীকরন সহ লেখ।
উত্তর: P2O5 অম্লধর্মী অক্সাইড। কেননা-পানির সাথে বিক্রিয়া: ফসফরাস পেন্টা অক্সাইড শীতল পানির সাথে বিক্রিয়া করে মেটাফসফরিক এসিড উৎপন্ন করে। উৎপন্ন মেটা ফসফরিক এসিডকে পানিতে ফুটালে ফসফরিক এসিড উৎপন্ন হয়। তাই P2O5কে ফসফরিক অ্যানহাইড্রাইড বলে।
P2O5 + H2O → 2HPO3
HPO3 + H2O → H3PO4
২. ক্ষারের সাথে বিক্রিয়া: P2O5 উত্তপ্ত ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ধাতব ফসফেট ও পানি উৎপন্ন করে।
P2O5 + 6NaOH → 2Na3PO4 + 3H2O (গরম অবস্থায়)
নিরুদক ধর্ম: P2O5 একটি শক্তিশালী নিরুদক। ইহা নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড হতে পানি শোষন করে অ্যানহাইড্রাইড গঠন করে।
P2O5 + 2HNO3 → N2O5 + 2HPO3
P2O5 + H2SO4 → SO3 + 2HPO3