(iv) জারণ অর্ধবিক্রিয়া (অ্যানোডে) : X(s) → X+(aq) + e– বিজারণ অর্ধবিক্রিয়া (ক্যাথোডে) : Y+(aq) + e → Y(s) সমগ্র কোষ বিক্রিয়া : X (s) + Y+(aq) → X+ (aq) + Y (s) এক্ষেত্রে X হলো অধিক সক্রিয় বিজারক এবং Y+ হলো অধিক সক্রিয় জারক। | (iv) জারণ অর্ধবিক্রিয়া (অ্যানোডে) : A–(aq) → A(s) + e– বিজারণ অর্ধবিক্রিয়া (ক্যাথোডে) : B+(aq) + e– → B(s) সমগ্র কোষ বিক্রিয়া : A–(aq) + B+(aq) →A(s) + B(s) এক্ষেত্রে A– ও B+ আয়নদ্বয় হলো তড়িৎ বিশ্লেষ্যের বিদ্যুৎ পরিবাহী আয়ন। |
(v) তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ঋণাত্মক এবং ঋণাত্মক হয়ে থাকে। | (v) তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ক্যাথোড ধনাত্মক হয়ে থাকে। |
(vi) এ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন : Zn/Zn2+ || Cu2+/Cu, Ecell = 1.1V | (vi) এ কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন- NaCl(aq) → NaOH + Cl2 + H2 |
(vii) রাসায়নিক বিক্রিয়ায় বিমুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। | (vii) বিগলিত বা দ্রবণে দ্রবীভূত আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। |
(viii) ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। | (viii) অ্যানায়নের প্রবাহের দিকে তড়িৎ প্রবাহিত হয়। |
(ix) লবণ সেতু ব্যবহারের প্রয়োজন হয়। | (ix) লবণ সেতু ব্যবহারের প্রয়োজন হয় না। |