দ্রবণের ভর ও আয়তন থেকে মোলরিটিতে রুপাস্তর

প্রশ্ন: 250 mL দ্রবণে 1.6g NaOH থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত?

আমরা জানি,

$$S\;=\;\frac{1000\times w}{M\times V}$$

$$or\;S\;=\frac{1000\times1.6}{40\times250}$$

$$or\;S\;=\;0.16\;M$$

সুতারাং দ্রবণটির ঘণমাত্রা: 0.16 M

NaOH এর আয়তন, V = 250 mL

NaOH এর ভর, w = 1.6g

NaOH এর আণবিক ভর,M = 40g

NaOH দ্রবণটির ঘণমাত্রা, S = ?

উদাহরণ :

১. 250 mL দ্রবণে 10.6g Na2CO3 থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.4M]

২. 100 mL দ্রবণে 0.4g NaOH থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.1M]

৩. 500 mL দ্রবণে 8g NaOH থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.4M]

৪. 100 mL দ্রবণে 0.63g HNO3 থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.1M]

৫. 150 mL দ্রবণে 6.3g H2C2O4 থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.47M]

৬. 600 mL দ্রবণে 7g KOH থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.20M]

৭. 500 mL দ্রবণে 0.7g CaCO3 থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.014M]

৮. 450 mL দ্রবণে 5.7g K2CO3 থাকলে দ্রবণটির ঘণমাত্রা মোারিটিতে কত? [উ: 0.091M]

Leave a Reply