নির্দেশকের বর্ণ পরিবর্তন করার কৌশল :-
এসিড ক্ষার ট্রাইট্রেশনে নির্দেশক হিসাবে সাধারনত দুর্বল জৈব এসিড বা জৈব ক্ষার ব্যাবহার করা হয় । অ-আনিয়ত নির্দেশকের বর্ণ অয়নিত নির্দেশকের বর্ণ থেকে সম্পূর্ণ ভিন্ন থাকে ।
যেমন:- অ-আনিয়ত অবস্থায় ফেনফথেলিন বর্ণহীন, কিন্তু অ-আয়নিত হলে তা গোলাপী বর্ণ হয় । প্রশমন বিন্দুতে নির্দেশক আয়নিত হয় বলে নির্দেশকের বর্ণ পরিবর্তত হয় ।
যেমন- H2SO4,HCI অথবা HNO3 ইত্যাদিতে দু-ফোটা ফেনফথেলিন যোগ করলে তা আয়নিত হতে না পারে না। তাই অম্লীয় দ্রবণে ফেনফথেলিন বর্ণহীন অবস্থায় থাকে।
Hln (aq) ↔ H+ + ln–
(ফেনফথেলিন বর্ণহীন অবস্থায়) ফেনফথেলিন অয়ন (গোলাপী বর্ণ)
কিছু টাইটেশন প্রস্ক্রিয়ায় এ এসিড দ্রবণে ব্যুরেট থেকে ক্ষারীয় দ্রবণ যোগ করতে থাকলে শেষ বিন্দতে যখন এসিড দ্রবণটি সম্পূর্ণরূপে প্রশামিত হয় তখন এক ফোঁটা বা তার চেয়ে কম পরিমাণ ক্ষারীয় দ্রবণ যোগ করার সাথে সাথে করে pH মানের দ্রুত পরিবর্তন ঘটে এবং ফেনথেলিন অণু আয়নিত হয়ে গাঢ় গোলাপী বর্ণ ধারণ করে।
তাই এসিড দ্রবণে বর্ণহীন এবং ক্ষারীয় দ্রবণে গোলাপী বর্ণের আবির্ভাব দ্বারা ফেনফথেলিন এসিড-ক্ষারক টাইট্রেশনে প্রশমন বিন্দু নির্দেশ করে।